ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের নানা অব্যবস্থাপনা

প্রকাশিত : ১৫:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০১৬

প্রতিষ্ঠার এক দশক পরও শিক্ষক- কর্মচারি সংকট, আবাসন আর পরিবহন সমস্যায় ভুগছেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও রয়েছে নানা অব্যবস্থাপনা। সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও, সুফল মেলেনি। চট্টগ্রামের উত্তর হালিশহর এলাকায় সাড়ে তিন একর জায়গায় ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট। এতে রয়েছে কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, ইন্টেরিওর ডিজাইন ও নন-টেক বিভাগ। এসব শ্রেণীকক্ষে প্রতিদিন দুই শিফটে পাঠ নেন কলেজের দেড় হাজার শিক্ষার্থী। কলেজের নিজস্ব পরিবহন না থাকায় বিকেলের শিফটের ছাত্রীদের বাড়ি ফিরতে যেমন দুর্ভোগে পড়তে হয়, তেমনি আছে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সংকট। দশ বছরেও গ্যাস সংযোগ না দেয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক- কর্মচারিদের। শিক্ষা প্রতিষ্ঠানটি শহর থেকে দূরে ও নির্জন এলাকায় হওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগেন শিক্ষকরাও। কলেজের এ’সব সমস্যা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও, সুফল পাওয়া যায়নি। এ’সব সংকটের দ্রুত সমাধান চান শিক্ষক- শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি