ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় আইএসের উর্ধতন নেতা নিহত

প্রকাশিত : ১৮:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় আইএসের উর্ধতন নেতা তথ্য মন্ত্রী হিসেবে পরিচিত ওয়ালিদ আদিল সালমান আল-ফায়াদ নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন ৭ সেপ্টেম্বর জঙ্গিদের স্বঘোষিত রাজধানী রাকায় অদূরে চালানো এক বিমান হামলায় মৃত্যু হয়েছে আল ফায়াদের। সে গেল মাসে নিহত হওয়া আইএস মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানির ঘনিষ্ঠ ছিল বলে জানা গেছে। ফায়াদ আইএসর প্রোপাগান্ডা ভিডিও তৈরিসহ অনলাইন প্রচারণার দায়িত্বে ছিল। তার মৃত্যুর পর সংগঠনের প্রচার-প্রচারণা দূর্বল হয়ে পড়বে বলে আশা প্রকাশ করছে পেন্টাগন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি