হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের নিরস্ত্র করার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের
প্রকাশিত : ১৯:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের নিরস্ত্র করার প্রস্তাব দিয়ে আবারো সমালোচনার মুখে পড়েছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প।
মিয়ামিতে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প হিলারিকে তার দেহরক্ষীদের নিরস্ত্র করে নিরাপত্তার চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিষয়টি খুব বিপজ্জনক হবে বলেও জানান তিনি। এমন বক্তব্যের মাধ্যমে ট্রাম্প হিলারিকে গুপ্তহত্যার ইঙ্গিত দিয়েছে বলে অভিযোগ করেছে ডেমোক্যাটরা। গেলো মাসেও এক নির্বাচনী প্রচারণায় হিলারির বিরুদ্ধে সমর্থকদের অস্ত্রের অধিকার প্রয়োগের আহ্বান জানান ট্রাম্প। তার মতে, হিলারি জয়ী হলে অস্ত্র রাখার বিতর্কিত আইনটি পরিবর্তন হয়ে যেতে পারে।
আরও পড়ুন