ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় প্রাইভেট কার খালে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৫, আহত ৩

প্রকাশিত : ১৬:১৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লার লাকসামের ছিলোনিয়ায় প্রাইভেট কার খালে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। পুলিশ জানিয়েছে. রোববার সকালে নোয়াখালীর চাটখিল থেকে থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার লাকসামের ছিলোনিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। প্রাইভেটকার উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ব্যাংক কর্মকর্তা আনোয়ারুল কবির সোহাগ ও তার ৪ বছরের ছেলে শাহীন এবং শাহাবুদ্দিন রবি ও তার দুই মেয়ে, ৭ বছরের তাবাসসুম ও ১২ বছর বয়সী রাইসা ঘটনাস্থলেই মারা যায়। আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি