ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ অধ্যাপকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানে রুমার রিজুক ঝর্ণায় নিখোঁজ অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রোববার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিজুক ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে। তৌফিক সিদ্দিকী বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। শনিবার বগুড়া থেকে ১৭ জনের একটি দল রুমার রিজুক ঝর্ণায় বেড়াতে যায়। শনিবার বিকেলে গোসল করার জন্য ঝর্ণার পানিতে নেমে নিখোঁজ হন তৌফিক সিদ্দিকী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি