ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পৃথক সড়ক দুর্ঘটনায় রংপুর বিভাগে নিহত ১৩, আহত ২১

প্রকাশিত : ১৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬

গত ৪৮ ঘণ্টার রংপুর বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩৪ জন। তাদের মধ্যে ১৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন । ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও রংপুরে পৃথক ৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন আহত হন। তাদের রংপুর মেডিকের কলেজ হাসপাতালে আনার পর ১৩ জন মারা গেছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চিকিৎসাধিন অবস্থায় ৮ জন মারা গেছেন। বাকী ৫ জন হাসপাতালে নিয়ে আসার পথেই যান। ঈদ উপলক্ষে বিশেষ স্কোয়াড গঠন করে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি