ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত : ১৯:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক কেএম শহীদ আহাম্মেদ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামী গৃহবধূর শশুর ও শাশুড়িকে খালাস দেয়া হয়েছে। ২০১৩ সালের পহেলা মার্চ রাজশাহীর দূর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা সুজন যৌতুকের দাবিতে  স্ত্রী সীমা খাতুনকে হত্যা করে। এ ঘটনার দায়ের করা মামলায় সুজন ছাড়াও তার বাবা সামমুদ্দিন ও মা মেহের নিগারকে আসামী করা হয়। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি