ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিএনপির রাজনৈতিক কর্মসূচি মানেই সহিংসতাঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বিএনপির রাজনৈতিক কর্মসূচি মানেই সহিংসতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটি মধ্যবর্তী নির্বাচনের যৌক্তিকতা সৃষ্টি করতে পারেনি বলেও মনে করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের। মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে দেশে-বিদেশে কোন চাপ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদেও কোন সংকট নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলের মধ্যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি বিএনপি। ৫ জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনের নৈতিকতার বিষয়ে সমালোচনা হতে পারে, তবে বৈধতার নয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি