ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় মাগুরায় ২ ও বগুড়ায় ২জন নিহত

প্রকাশিত : ১৫:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

মাগুরার পারনান্দুয়ালীতে পিকআপ ভ্যাানের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ২জন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় যশোরগামী একটি পিকআপ ভ্যান দুই সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও ইব্রাহীমকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। এদিকে বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি