ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বরগুনা শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে অনির্দিষ্ট কালের ধর্মঘট

প্রকাশিত : ১৮:০৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা হায়দার আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সোমবার  সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল থেকে বরগুনায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত রাতে বরগুনা সদরের আমলকীতলা গ্রামের বাড়ীতে যাওয়ার সময় শ্রমিক নেতা হায়দার আলীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি