ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু

প্রকাশিত : ১৮:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ট্রানশিপমেন্টের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে ভারতীয় রড বোঝাই একটি ট্রেইলর ও ৩টি ট্রাকে করে ১২১টন রড ত্রিপুরায় পৌঁছায়। আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সকাল ৯টার দিকে ১২১ মন টন রড নিয়ে একটি ট্রেইলর ও তিনটি ট্রাক আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যায়। পরে দুপুরে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস’র কাজ শেষে ত্রিপুরার আগরতলায় যায়। ১৯৭২ সালে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল সংশোধিত চুক্তির আওতায় চলতি বছরের ১৬ জুন থেকে ট্রান্সশিপমেন্ট কার্যক্রম শুরু হয়। ভারতীয় এসব পণ্য পরিবহনে কাজ করছে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি