ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আজই জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসন সংক্রান্ত  প্ল্যানারি বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়াও মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন অংশগ্রহণ শেষে মন্ট্রিয়ল থেকে রোববার নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। পরে তাকে ম্যানহাটনের হোটেল ওয়াল্ডোর্ফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বুধবার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যাহ্নভোজ সংবর্ধনায় যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ২৬ শে সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি