ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত : ১৫:১২, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১২, ২০ সেপ্টেম্বর ২০১৬

রংপুরের পীরগঞ্জের চন্ডিপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হুমায়ুন কবীর নামে এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশ জানায়, সোমবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে নিয়ামতপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে একদল ডাকাত। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ৫ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে অন্য ডাকাতদের গ্রেফতারে ধরতে যাওয়ার পথে চন্ডিপুরে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে হুমায়ুন কবীর নামে এক ডাকাত নিহত হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি