ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলংকাকে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৬:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ফতুল্লা স্টেডিয়ামে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে দারুন জয় তুলে নেয় টাইগার যুবারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রানে থেমে যায় লংকানদের ইনিংস। bd wiজয়ের জন্য মাঝারিমানের স্কোর তাড়া করতে গিয়ে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার জাকির। অন্যপ্রান্তে জয়রাজ শেখ উইকেট কিপার ব্যাটসম্যান জাকেরকে সাথে নিয়ে ইনিংস সুসংহত করতে থাকেন। মাঝে জয়রাজ ও জাকের স্বল্প পুঁজিতে আউট হলে নির্ভরতার প্রতিক নাজমুল শান্তকে সাথে নিয়ে হাল ধরেন দলপতি মিরাজ। মিরাজ দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। আর ৪০ রান করে তাঁকে কার্যকর সাপোর্ট দিয়েছেন শান্ত। মাঝে দ্রুত কয়েকটি উইকেটের পতন হলেও শেষ দিকের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নোঙ্গও করান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২১৪ রানে থেমে যায় লংকানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন চ্যারিথ আসালংকা। ৯৯ বলের মোকাবেলায় ৬টি চার আর ১টি ছয়ের মার ছিল লংকান দলপতির ইনিংসে। এছাড়া ৪৫ বলে ৩৪ রান করেন চালিন্দু পেরেইরা। বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লংকান টেল-এন্ড ব্যাটসম্যানরা ভাল করতে পারেনি। এতে ২১৪ রানেই সন্তষ্ট থাকতে হয় তাদের। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও আব্দুল হালিম নেন ২টি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি