ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ১৪

প্রকাশিত : ১৯:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

ছয় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর ও রংপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে টাঙ্গাইলের মধুপুরের মাগুন্তিনগর গ্রামে মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ন’টার দিকে প্রবল বৃষ্টির সাথে বিদ্যুত চমকাতে থাকে। একসময় বজ্রপাতে বাড়ির ভেতরে থাকা বাবা ও দুই ছেলের মৃত্যু হয়। এছাড়া সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় বজ্রপাতে ৬জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের খানসামা উপজেলায় মারা গেছে মতি চন্দ্র রায় নামে কৃষক। এদিকে রংপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু  হয়েছে। আহত হয়েছে ৬ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি