ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তন, সাইবার ক্রাইম রোধসহ জঙ্গিবাদ প্রতিরোধে বেতারকে অগ্রনী ভূমিকা পালনের আহ্বান- তথ্যমন্ত্রীর

প্রকাশিত : ১৭:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

enuজলবায়ু পরিবর্তন, সাইবার ক্রাইম রোধসহ জঙ্গিবাদ প্রতিরোধে বেতারকে অগ্রনী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজধানীর আগার গাঁওয়ে জাতীয় বেতার ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  এ সময় তিনি আরো বলেন, জঙ্গিরা ধর্ম ও মানবতা বিরোধী দানবীয় শক্তি। এদের প্রতিরোধে নবজাগরন প্রয়োজন বলেও মনে করেন তিনি। যে কোন দুর্যোগে বেতারকে শক্তিশালী গণমাধ্যম হিসেবে মানুষের পাশে পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, বেতারের কারনেই বহু মানুষের জীবন রক্ষা পায়। পরে বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের বিজয়ী সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি