ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরিশালে লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়ার লঞ্চটি শনাক্ত করা গেছে। ভোরে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’। রাতেই উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বরিশালের বানারীপাড়া থেকে উজিরপুর যাওয়ার সময় এম এম ঐশী নামের লঞ্চটি দাসেরহাট এলাকায় সন্ধ্যা নদীতে ডুবে যায় বুধবার দুপুরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি