ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডের পেশাদার ফুটবলার লুক ইসআক মোরের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

লুক ইসআক মোর। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন টরেনটো এফসি ক্লাবে স্ট্রাইকার হয়ে। ফুটবলে অল্প সময়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন সমর্থকদের কাছে। দর্শক চলুন আজ লুক মোরের ৩১তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম লুক ইসআক মোর। সবার কাছে মোর নামেই বেশি পরিচিত এই ইংলিশ স্ট্রাইকার। ১৯৮৬ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ব্রার্মিংহাম শহরে জন্মগ্রহন করেন তিনি। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর স্বপ্ন পূরণের লক্ষ্যে ফুটবলে পথ চলা শুরু করেন অ্যাস্টন ভিলা ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবে খেলার সময় ম্যানেজারের চোখে পড়লে ডাক পান বয়সভিত্তিক দলে। ২০০৩ সালে বয়সভিত্তিক ক্যারিয়ারে মাঠে নামেন অ্যাস্টন ভিলা ক্লাবের জার্সি গায়ে। খেলেন ২০০৮ সাল পর্যন্ত। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। পাঁচ মৌসুমে ৮৭টি ম্যাচ খেলে গোল করেন ১৪টি। এই ক্লাবের হয়ে মাঝে লোনে খেলেন ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ও ওয়াইকমবি ওয়ানডার্রাস ক্লাবে। ২০০৮ সালে নতুন করে যোগদেন ব্রমউইচ আলবিয় ক্লাবে। আর ২০১০ সালে এই ক্লাবের হয়ে এক মৌসুম খেলেন ডার্বি কাউন্টিতে। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই খেলেন সোয়ানসি সিটি, চিভাস ইউএসএ ও এলিজিক্সপুর ক্লাবে। ২০১৪ সাল থেকে টরেনটো ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়েও খেলেন মোর। ২০০৫ সালে মাঠে নামেন ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের হয়ে। ইংল্যান্ড জাতীয় দলে খেলার প্রত্যাশায় প্রহোর গুনছে এই ইংলিশ স্ট্রাইকার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি