ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্জ্য অপসারণে মাটির নিচে বক্স ডাস্টবিন তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

প্রকাশিত : ১০:০০, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:০০, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বর্জ্য অপসারণে এবার সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন-এসটিএস’এর পাশাপাশি মাটির নিচে বক্স ডাস্টবিন তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মাধ্যমে গ্রিন সিটি বাস্তবায়নের পথে সিটি কর্পোরেশন আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে, এসটিএস বা বক্স ডাস্টবিন যাই করা হোক, বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা ফেলার সময়ই আলাদা করা না গেলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলে মনে করেন, নগরবাসী। ময়লা বা আবর্জনার গন্ধে নাকে হাত দিয়ে চলার চিত্র নগরে নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস নির্মাণ করে- যেগুলোতে ময়লার গাড়ী সরাসরি প্রবেশ করতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও এসটিএস নির্মাণ করছে। প্রয়োজনীয় সংখ্যক এসটিএস নির্মাণে দিনরাত কাজ চলছে বলে জানান, কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এসটিএসএর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় বক্স ডাস্টবিন তৈরির প্রকল্পও হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে, পরিচ্ছন্ন নগরী গড়তে হলে, বাসাবাড়ি থেকেই ময়লার ধরন অনুযায়ি আলাদা করে নির্দিষ্ট জায়গায় ফেলার ওপর গুরুত্ব দিলেন এই নগর পরিকল্পনাবিদ। সর্বোপরি, গ্রিন সিটি বা পরিচ্ছন্ন নগরী যাই বলা হোক না কেন, নগরবাসী সচেতন হলেই তা বাস্তবায়ন সম্ভব বলে মত সংশ্লিস্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি