ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে ৫০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে

প্রকাশিত : ২০:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে ৫০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে। সম্প্রতি চার দেশের বিজ্ঞানীদের গবেষণায় বের হয়ে আসে এ তথ্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্যা অ্যাডভান্স অফ সায়েন্স’ নামে সংস্থার সভায় গবেষকরা জানান, ভারত ও চীনেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৩ সালে ভারতে ১০ লাখ ৪০ হাজার এবং চীনে ১০ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গেল বছর প্যারিসে জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে বিশ্বের বিভিন্ন দেশ চুক্তিবদ্ধ হলেও বাস্তবে তার কার্যকারিতা দেখা যাচ্ছেনা বলে দাবি করেছেন গবেষকরা। বিশ্বব্যাপী মানুষের মৃত্যু এবং পরিবেশ বিপর্যয়ের জন্য বায়ু দূষণকে চতুর্থ বৃহত্তম কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি