ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাকিস্তানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক তৎপরতা সহ্য করা হবে না বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশিত : ২০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ২০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীরের সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক তৎপরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারতের এই তৎপরতার গ্রহণযোগ্য প্রতিরোধ গড়তে যা দরকার, তা-ই করা হবে। নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায়, কিন্তু ভারত সংলাপে বসার জন্য অগ্রহণযোগ্য শর্ত আরোপ করেছে। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ইনেম গাম্ভির। পাকিস্তানের এ কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের শামিল বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি