ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনায় স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব- রুশ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনার কারণে বিশ্ব নতুন করে স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক আলোচনায় তিনি বলেন, ইউক্রেন ও সিরিয়া ইস্যুতে বিশ্বশক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলছে। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর বিভিন্ন কর্মসূচির কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ বার বার রাশিয়াকে হুমকি হিসেবে উল্লেখ করছে, যা ঠিক নয়। এদিকে, শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে সিরিয়ায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি