
একটি মোবাইল ফোনেই সব ধরণের অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে নতুন মডেলের ‘উই ফোন’ বাজারে নিয়ে এলো ‘আমরা স্মার্ট সলিউশন।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আমরা গ্র“পের চেয়ারম্যান ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকতা ইফতেখার মাহমুদ এটি বাজারজাতের ঘোষণাদেন। বিশেষভাবে তৈরী এই ফোনে, থাকছে ২৫ থেকে ১শ গিগাবাইট ধারণ ডাটা ধারণ ক্ষমতা, ওয়াইফাই কানেকটিভিটিসহ স্মার্ট ফোনের সব ধরনের ফিচার।ফোনটির মূল্য সাধারণ গ্রাহকদের ক্রয় সামর্থ্যরে মধ্যে রাখা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।