ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেন, কেবল আওয়ামী লীগই পারে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে। আজ সোমবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে রাজধানীর কামরাঙ্গীরচর আওয়ামী লীগের জনসভায় অংশনিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের সহযোগিতা লাগবে। আওয়ামী লীগে যে দেশের উন্নয়ন করছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আর একবার ক্ষমতায় আসা প্রয়োজন।

তিনি বলেন,আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমার একমাত্র স্বপ্ন। আর আপনারা হচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের এক একজন কারিগর।

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি