ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে লঞ্চ ডুবির ঘটনায় আরো ৩ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ’নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। শুক্রবার সকালে সন্ধ্যা নদীর দাশেরহাট এলাকায় আরো ৩ জনের মৃতদেহ ভেসে উঠে। উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চ এম এল ঐশী উদ্ধারের পর ভেতর থেকে ৪টি শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পরে নদীতে ভেসে উঠে আরো ৬ জনের মৃতদেহ। প্রশাসনের হিসেব মতে, আর কেউ নিখোঁজ নেই। বুধবার দুপুরে বরিশালের বানারীপাড়া থেকে উজিরপুর যাওয়ার সময় সন্ধ্যা নদীতে ডুবে যায় লঞ্চটি।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি