ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষাবাদের প্রসার, বাজারমুল্য থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র চা-চাষীরা

প্রকাশিত : ১৬:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

উত্তরের জেলা পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষাবাদের প্রসার হলেও প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠেছে হাতে গোনা কয়েকটি। স্থানীয় সিন্ডিকেটের ফলে, প্রতিযোগিতামুলক বাজারমুল্য থেকে বঞ্চিত হচ্ছেন শত শত ক্ষুদ্র চা-চাষী বাগান মালিকরা। তারা বলছেন, ফলন ভালো হলেও উৎপাদন খরচই উঠে না অনেক সময়। সমতল ভুমিতে চা-চাষে ব্যাপক প্রসার ঘটেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ১ হাজার ৫০০ হেক্টর জমিতে বড় আকারের ৯টি ও ১৫টি মাঝারি বাগানসহ ২৭৮ জন ক্ষুদ্র চা-চাষী পঞ্চগড় চা-বোর্ডের তালিকাভূক্ত। এর বাইরেও শত শত ছোটবড় চা-বাগান গড়ে উঠেছে জেলার বিভিন্ন এলাকায়। চা-চাষীদের অভিযোগ, কারখানার মালিকরা কাঁচা চা-পাতার উপযুক্ত বাজারমুল্য দিচ্ছে না। প্রতি কেজি মাত্র ২৪ টাকা, তার উপর বিক্রির টাকা পেতে ঘুরতেও হয় দিনের পর দিন। বাগান মালিকরা বলছেন, কাঁচাপাতার ৫ থেকে ১২ শতাংশ বাদ দেওয়ার কথা থাকলেও বাদ পড়ছে ৪০ থেকে ৫০ শতাংশ। কারখানা মালিকদের দাবি, পাতা সংগ্রহে মান রক্ষা না হওয়ায় তৈরি চা-য়ের গুনাগুণ ধরে রাখতে, কাঁচাপাতার দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। গেল বছর সদর ও তেঁতুলিয়া উপজেলায় ৬টি কারখানায় ১ কোটি ১৫ লাখ ৬২ হাজার কেজি কাঁচাপাতা থেকে ২৫ লাখ চা উৎপাদিত হয়। এবার তা আরো বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা। তবে একইসঙ্গে চা-পাতার ন্যায্য মূল্য দেয়ার দাবী চাষীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি