প্রশাসন ও ইসিকে চাপে রাখতেই অভিযোগ: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ১৮:৩৪, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দল যে অভিযোগ করছে এটা তাদের কৌশল। নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখতেই অভিযোগ করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বড়দিন উপলক্ষে রাজধানীর বনানী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল বা প্রার্থী অভিযোগ করছেন। তারা এটা করতে পারে। তবে আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এ বিষয় নিয়ে মন্তব্য করব না।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা অভিযোগ দিতে পারেন। তারা নানা ধরনের অভিযোগ করতে পারেন। আমি মনে করি- এটি বিরোধী পক্ষ, নির্বাচন কমিশন কিংবা প্রশাসনকে চাপের মুখে রাখার কৌশল। এটা কোনো কোনো দলের স্ট্র্যাটেজিও হতে পারে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। এখানে কোনো প্রতিবন্ধকতা নেই।
এসি
আরও পড়ুন