ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মীরসরাইতে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামের মীরসরাইতে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের মীরসরাইয়ের বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। নিহতরা হলেন নূর উদ্দিন ও মোশারফ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি