ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৫ সেপ্টেম্বর ভারতের আহমেদাবাদে যাচ্ছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল

প্রকাশিত : ১৮:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

তৃতীয় বিশ্বকাপ কাবাডিতে অংশ নিতে ২৫ সেপ্টেম্বর ভারতের আহমেদাবাদে যাচ্ছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেকশন কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। ৭ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ দলে রয়েছেন ২০ খেলোয়াড়। ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরআগে, ২০০৪ ও ২০০৭ সালে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিলো বিশ্বকাপ থেকে। এবার স্বাগতিক ভারতসহ এই আসরে অংশ নেবে মোট ১২টি দল। ‘এ’ গ্র“পে রয়েছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আর ‘বি’ গ্র“পে ইরান, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও পোল্যান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি