ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

সেমিফাইনালে উঠেছে জাপানের নাওমি ওসাকা

প্রকাশিত : ১৮:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

প্যান প্যাসেফিক টেনিসের সেমিফাইনালে উঠেছে জাপানের নাওমি ওসাকা। কোয়ার্টার ফাইনালে বেলারুশের আলেক্সজান্দ্রা সাসনোভিচকে হারান তিনি। জাপানের টোকিওতে প্রথম সেটে সাসনোভিচের বিপক্ষে সহজেই ৬-৩ গেমে সেট জেতেন ফেভারিট ওসাকা। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন বেলারুশের সাসনোভিচ। হাড্ডা-হাড্ডি লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। টাইব্রেকারে ৭-৬ গেমে সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সাসনোভিচ। আর জয়ে সেমি ফাইনালে জায়গা করে নেন জাপানের নাওমি ওসাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি