ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নির্বাচনের দিন থাকবে শৈত্যপ্রবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর রোববার একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর কিছু অংশ ছাড়া দেশ জুড়ে থাকবে শৈত্যপ্রবাহ। এছাড়া সকালের দিকে দেশের বিভিন্ন এলাকা হালকা ও মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার এ পূর্বাভাস সম্পর্কে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ভোর রাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি আকারের কুয়াশা থাকবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং বরিশাল ও সিলেটের কিছু অংশের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। কোথাও আবার ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। অর্থাৎ ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করবে। ঢাকার কিছু অংশ ছাড়া দেশের সব অঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডা থাকবে।

তিনি আরও বলেন, নদী অববাহিকায় যেখানে পানির সোর্স কাছাকাছি বা যেখানে গাছপালা বেশি সেখানে কুয়াশা বেশি পড়বে। তবে এদিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখন পর্যন্ত দেখছি না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল ও ভোলা অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি