ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোট দিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ পীরগঞ্জের ৯নং পীরগঞ্জ ইউনিয়নে লালদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার সকাল ৮টা ১৯ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করার সময় বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।
বিপুল সংখ্যক লোক ভোটদানের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
স্পিকার আশা প্রকাশ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ স্পিকারের সঙ্গে ছিলেন।
স্পিকার পরে তার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি এসব কেন্দ্রে বিপুলসংখ্যক পুরুষ এবং নারী ভোটারের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি