ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নির্বাচন বিশ্বাস ও ভরসাযোগ্য হয়েছে: ওআইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:২০, ৩০ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাস ও ভরসাযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পর্যবেক্ষক দল। তারা মনে করে নির্বাচন সুষ্ঠ হয়েছে।           
রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।  
 
পর্যবেক্ষক দলের দলনেতা এএমবি হামেদ মনে করেন, নির্বাচনে তাদের দেখা মতে অন্তত ৫০ শতাংশ ভোট গৃহীত হয়েছে। তারা যে সব কেন্দ্রে গিয়েছেন, সেসব কেন্দ্রের পোলিং অফিসাররা তাদের ব্যালট বই প্রদর্শন করেছেন। এসব বই এর মধ্যে অধিকাংশরই পাতা অর্ধেকের বেশি ব্যবহৃত ছিল। এর ভিত্তিতেই তারা একথা বলছেন বলেও তিনি নিশ্চিত করেন।      

নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তারা মনে করেন, প্রতিটি প্রাণই মূল্যবান। একটি মৃত্যুও গ্রহণযোগ্য নয়। তবে সাড়ে ১৬ কোটি জনসংখ্যার দেশে ১৪ জনের নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া কিছুটা স্বাভাবিক।     

হামেদ বলেছেন, নির্বাচনের ভিত্তি তিনটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা। তাদের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৩ উপাদানের উপস্থিতি ছিলো বলে মনে হয়েছে। তারা জানান ওআইসি ভালো সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, আর বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া তা সম্ভব নয়।   

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি