ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আরও ছয়টি ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২ জানুয়ারি ২০১৯

বাংলাদেশে আরও ৬টি ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে। আগামী ৬ জানুয়ারি ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় এই ছয়টি ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারতীয় হাই কমিশন।            
   
বুধবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় হাই কমিশন এ তথ্য জানায়।  

প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এসব ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন আবেদন কেন্দ্রসহ এই সংখ্যা দাঁড়াল ১৫টিতে।   

এসি 
         
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি