ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক স্ট্রস এর জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:২১, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২১, ২ মার্চ ২০১৬
পুরো নাম অ্যান্ড্রু জন স্ট্রস। ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক স্ট্রস। স্কুল জীবন থেকেই ক্রিকেটকে ভালোবেসেছিলেন তিনি। তাই সাফল্য পেতে খুব বেশী দেরী করতে হয়নি। ১৯৯৮ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দিয়ে শুরু। এরপর আর পেছনে তাকাতে হয়নি স্ট্রসকে। দর্শক তার জন্ম দিনে আসুন জেনে নেই স্ট্রসের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
১৯৭৭ সালের ২রা মার্চ জন্মগ্রঞন করেন এন্ড্রু স্ট্রস। সাধারণত ওপেনার ব্যাটসম্যান হিসেবেই খেলতেন স্ট্রস। ব্যাক ফুট, কাট এবং পুল শটে দক্ষ স্ট্রসের জাতীয় দলে অভিষেক শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৩ সালে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। ২০১১ সালে শেষ ওয়ানডেতেও প্রতিপক্ষ ছিল লংকানরাই। ২০০৪ সালে প্রথম টেস্ট এবং সমাপনী টেস্ট খেলেন ২০১২ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে।
২০০৬ সালে অধিনায়কের দায়িত্ব থেকে মাইকেল ভন সরে দাঁড়ালে স্ট্রসকেই দলেরৈ নেতৃত্ব দানের জন্য যোগ্য মনে করেন নির্বাচকরা। অধিনায়কের দায়িত্ব নেয়ার অ্যাশেজে ৭৫ বছর পর ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা। ফিল্ডিংয়ের সময় সর্বোচ্চ সংখ্যক ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন অ্যান্ড্রু স্ট্রস। সব মিলিয়ে অ্যান্ড্রু স্ট্রসের ঝুলিতেও জমা পড়েছে অসংখ্য অর্জন।
২০১২ সালে নিজের শততম টেস্টে সতীর্থ এবং ওপেনিং পার্টনার অ্যালেস্টার কুককে দায়িত্ব দিয়ে ক্রিকেটকে বিদায় জানান অ্যান্ড্রু স্ট্রস।
আরও পড়ুন