ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউপি নির্বাচন দলীয়ভাবে হওয়ায় অনেক যোগ্যপ্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না- সুজন

প্রকাশিত : ১৯:৪৫, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

sujonদলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনেক যোগ্যপ্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সুজন। সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনে এখনো গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে নির্বাচন প্রক্রিয়া ভেঙ্গে পরবে বলে অভিযোগ করেন সুজন সভাপতি। দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন দুর্বৃত্তায়িত রাজনীতির নেতিবাচক প্রভাব গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি