রাজধানীর উত্তরায় ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের উৎপাত
প্রকাশিত : ১০:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ২৮ মার্চ ২০১৭
নামেই, ভিআইপি ও অভিজাত আবাসিক এলাকা। একদিকে চলাচলের করুণ দশা; তার পর গোদের ওপর বিষ ফোড়া হয়ে দাড়িয়েছে, উত্তরা দশ নম্বর সেক্টরের অবৈধ ২৬টি বস্তি। পরিবেশ নষ্টের পাশাপাশি হরহামেশাই ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের উৎপাতে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সন্ধ্যা নামলেই, ঘরের বাইরে থাকতে, রীতিমত আতংক বোধ করেন তারা। ক্রমেই যেন, বস্তি অধ্যুষিত আবাসিক এলাকায় রুপ পেয়েছে, উত্তরা দশ নম্বর সেক্টর। অভিজাত, ভবনের পাশে এসব বস্তি। বসবাসের অনুপোযোগী করে ফেলছে এই এলাকাকে। প্রতিনিয়ত, হচ্ছে নানান অপরাধ মূলক কর্মকান্ড। বাতি, নেই অধিকাংশ রাস্তায়। নেশাখোরসহ নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকে। তাই, সন্ধ্যা নামলেই, এলাকাবাসী আর স্বাভাবিক চলাফেরার সাহস করেন না। ছিনতাই আতংকে থাকেন সবাই। মূল সড়ক দখল করেই, যত্রতত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে বস্তিবাসীরা। আবাসিক এলাকার আবসিক চরিত্র রক্ষা হচ্ছে না কোনভাবেই। অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশ থেকে মুক্তি পেতে অচিরেই বস্তি উচ্ছেদের দাবি স্থানীয়দের। তবে বস্তি, সরানো সহজ নয়, এমন অসহায়ত্বের কথা বলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যদিও সম্মিলিত, অভিযান পরিচালনা করার পক্ষে, মত সিটি কর্পোরেশনের। আর, কোন আশ্বাসের কথা নয়, এখন এলাকাবাসী চায়, সমস্যার সমাধান।
আরও পড়ুন