ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ১৮:৩০, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩০, ২ মার্চ ২০১৬

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া শরণার্থীদের জন্য জরুরী মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরইমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব ইইউ’র নির্বাহী কমিটির কাছে পাঠানো হয়েছে। চলতি বছর এ নিয়ে ৩২ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা শরণার্থীদের জন্য বরাদ্ধ করেছে ইইউ কর্তৃপক্ষ। পুরো অর্থই ইইউভুক্ত দেশের ভেতরে ও সীমান্ত এলাকায় অবস্থানরত শরণার্থীদের জন্য ব্যয় করা হবে। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থ বরাদ্ধ করে শরণার্থী সমস্যার সমাধান হবে না, আগামীতে এ সংকট আরো বাড়তে থাকবে। তুরস্কের সঙ্গে সমঝোতা ছাড়া আর কোন বিকল্প নেই বলেও সর্তক করেছেন তারা। বর্তমানে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে প্রায় ৮ হাজারেরও বেশি শরণার্থী তীব্র খাবার-পানির সংকটে রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি