ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে প্রথম ফুলেল শুভেচ্ছা জানালেন শেখ রেহানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৭ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নেওয়ার পর শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে প্রথম শুভেচ্ছা জানান ছোট বোন শেখ রেহানা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আলিঙ্গন করেন।       

এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘সংবিধানের ৫৬ (৩) ধারা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।       

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি