ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে এগিয়ে ট্রাম্প ও হিলারি

প্রকাশিত : ১৮:৪০, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪০, ২ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টি থেকে কারা চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত হবে আজ। সুপার টুইস-ডে রাউন্ডে ১২টি অঙ্গরাজ্যের ভোটাভুটিতে ডেমোক্রেট দল থেকে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন ৪টি অঙ্গরাজ্যে। আরো জানাচ্ছেন মহিতুন রিয়া। শেষ হলো বহুল আলোচিত সুপার টুইস-ডে রাউন্ড। একযোগে ১২টি অঙ্গরাজ্যের ভোটাভুটিতে ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন ৭টি অঙ্গরাজ্যে। আর রিপাবলিকান দল থেকে ৭টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বিতর্কিত ও সমালোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য বহু ধাপ এগিয়ে গেলেন তারা। জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানান সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারী ৭টি অঙ্গরাজ্যে জয় পেলেও কয়েকটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্স এর সাথে। স্যান্ডার্স নিজ রাজ্য ভারমন্ট সহ চারটি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। জরিপ সত্য হলো রিপাবলিকান শিবিরেও। জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন দৌঁড়ে পিছিয়ে থাকলেও, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ক্রীড়নক হয়ে উঠতে পারেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টেক্সাসের সিনেটর রিপাবলিকান টেড ক্রুজের দখলে রয়েছে তিনটি অঙ্গরাজ্য। আর ফ্লোরিডার সিনেটর মার্ক রুবিও জয়ী হয়েছেন একটিতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি