ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৩ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে পুলিশের কাছ থেকে আসাসি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। নিহত আশিকুর রহমান (২৫) একজন পোশাকশ্রমিক বলে জানা গেছে। তবে পুলিশ ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, ওয়ারেন্টভূক্ত বিভিন্ন মামলার আসামি ধরতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে শনিবার রাতে অভিযান চালায়। তারা আসামিদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টেঁটা, বল্লম, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়।

এলাকায় ডাকাত আক্রমণ করেছে বলে তাত্ক্ষণিক মসজিদের মাইকে জানিয়ে দেয়া হলে স্থানীয়রা পুলিশের উপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছুড়লে এতে পুলিশের সাথে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় হয় এবং স্থানীয়রা পুলিশের দুটি গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে ৭ পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও স্থানীয় ১২ জনসহ ২০ জন আহত হন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পুনরায় উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ যাওয়ার পর তাদের উপর হামলা চালানো হয়। এতে পুলিশসহ একাধিক ব্যক্তি আহত হন।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি