ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত : ১৩:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ। সম্মেলনে ভারত, আফগানিস্তান ও ভুটান না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্থগিত হয়ে যাচ্ছে এবারের সার্ক সম্মেলন। এরইমধ্যে কাঠমান্ডুর সার্ক সচিবালয়ে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং এ নিয়ে কূটনীতিক টানাপোড়েনের মধ্যেই সার্ক বর্জনের সিদ্ধান্ত নেয়া হলো। শুধু বাংলাদেশই নয় ভারত, ভূটান ও আফগানিস্তান সার্ক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারিভাবে জানিয়েছে, কাশ্মিরের উরি সেনা ঘাঁটিতে যেভাবে হামলা হয়েছে তাতে ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়। সার্কের গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি সদস্য দেশ সম্মেলনে অংশ না নিলে সম্মেলন বাতিল হয়ে যায়।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি