ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান

প্রকাশিত : ১৯:৪৩, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ২ মার্চ ২০১৬

bnpবিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বুধবার খালেদা জিয়ার পক্ষে ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের পক্ষে ফরম নেন আরেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ঠা মার্চ। শীর্ষ দুই পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। আগামী ১৯ মার্চ বিএনপি’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি