একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে- দুদক
প্রকাশিত : ১৯:২২, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২২, ২ মার্চ ২০১৬
ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একুশে টেলিভিশনের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সকালে রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদী হয়ে মামলাটি করেন। তিনি জানান, বিদেশে সালামের অর্থ পাচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
একুশে টেলিভিশনের নানা খাতে অনুসন্ধান ও তদন্ত করে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিপুল টাকা আত্মসাতের তথ্য-প্রমান মেলে। তেজগাঁও থানায় দায়ের করা দুদকের মামলার অভিযোগে বলা হয়, একুশে টেলিভিশনের চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালে আব্দুস সালাম প্রতিষ্ঠানের প্রায় ৩৩ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার দুইশত ৮৬ টাকা আতœসাৎ করেন।
মঙ্গলবার আব্দুস সালামের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। মামলার বাদী ও দুদক কর্মকর্তা শামসুল আলম জানালেন, ইটিভি বিজনেস প্রমোশন, লিগ্যাল, বিনোদন ও ঋণসহ বিভিন্ন খাতে ভুয়া বিল দেখিয়ে আব্দুস সালাম এ টাকা আতœসাত করেন।
তিনি বলেন, অর্থ আত্মসাতের পাশাপাশি আব্দুস সালামের বিরুদ্ধে আরোও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
পর্নোগ্রাফির মামলায় গত বছরের ৬ জানুয়ারি আবদুস সালাম গ্রেফতার হন। আর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের পর থেকে তিনি এখন কারাগারে।
আরও পড়ুন