ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নতুন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস কূটনীতিকদের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০১৯

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আজ সমৃদ্ধি অর্জনের কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্য পূরণে বাংলাদেশের নতুন সরকারকে সম্ভাব্য সকল উপায়ে সবধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।     

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন। এ সময় তারা এ আশ্বাস দেন। দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর এ প্রথম ব্রিফিংয়ে বাংলাদেশে বিভিন্ন দেশের পররাষ্ট্র মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কাউন্সেল জেনারেল এবং ঢাকায় জাতিসংঘ কার্যালয়ের প্রতিনিধিরাসহ ৫৫টি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ভ্যাটিকানের কূটনৈতিক কোরের ডীন ও রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি বিফ্রিং থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা (পররাষ্ট্রমন্ত্রীকে) বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তির জন্য আমাদের সমর্থন, সহায়তা ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।’

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সকল কূটনীতিক এবং এখানে অবস্থানরত বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের রোহিঙ্গা ইস্যু ও অর্থনৈতিক কূটনীতিসহ তার মন্ত্রণালয়ের পরিকল্পনা শেয়ার করার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত কোচেরি বলেন, ‘আমি বলবো পরস্পরকে জানার জন্য এটি ছিল একটি বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা। তিনি (মোমেন) তার পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম-সুনাম কিভাবে বাড়ানো যায়, সে সম্পর্কে কথা বলছিলেন।’ তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির ওপর অধিকতর গুরুত্ব আরোপ করছে। ব্রিফিংয়ে অন্যান্য বিষয় ছাড়াও এই ইস্যুটি উঠে আসে।

ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।

মোমেন গত এক দশকে দারিদ্র্য প্রশমন, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, বৈদেশকি মুদ্রার মজুদ ও অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জন সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার অর্থনৈতিক কূটনীতির সফল প্রয়োগের মাধ্যমে রূপকল্প-২০২১ এজেন্ডা ২০৩০ ও রূপকল্প-২০৪১-এ বর্ণিত উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের দিকে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্রিফিংয়ে উপস্থিত সকল কূটনীতিকের সমর্থন, সহায়তা, সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় জোরালো জিরো টলারেন্স নীতি বজায় রাখার মাধ্যমে ‘দুর্নীতি’ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং যুব ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন, শান্তির সংস্কৃতি ও অটিজম সচেতনতা বিষয়ে বাংলাদেশের উদ্যোগে গৃহীত ইউএনজিএ প্রস্তাবনার উল্লেখ করে তিনি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার ওপর জোর দেন। এছাড়া, তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার আগ্রহের বিষয়টিও ব্যক্ত করেন।

কূটনৈতিক কোরের ডীন সকলের পক্ষ থেকে ফ্লোর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্বাচনে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি