ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছেঃ আ জ ম নাছির উদ্দিন

প্রকাশিত : ১৭:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬

দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নস্যাৎ করতে ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। পাঠানটুলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। মেয়র আরো বলেন, পবিত্র ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে ইসলামের দুশমন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি