ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা

প্রকাশিত : ১১:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৬

দেশে উদ্বেগজনকহারে বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা। ২০১৪ সালের তুলনায় চলতি বছরে দ্বিগুণের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বিচারের দীর্ঘসূত্রিতা, সাক্ষী সুরক্ষা আইন না থাকা এবং থানাগুলোতে শিশুবান্ধব পুলিশ কর্মকর্তার অভাবে এ’ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। দেশে বাড়ছে শিশুর প্রতি সহিংসতা। আর উদ্বেগজনকহারে বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যান অনুযায়ি, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৯১টি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর হত্যা করা হয় ১৮৩ শিশুকে। আর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির তথ্য মতে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটে ৪৯০টি। হত্যাকাণ্ডের শিকার হয় ৯শ’ ৪৬ জন। শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড রোধে আইন শৃংখলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া, এ’সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির খবর গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারের আহ্বান জানিয়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি