ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিশু হত্যা ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন আইনের কথা ভাবছে সরকার- নারি ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১:১৫, ২ মার্চ ২০১৬ | আপডেট: ২১:১৫, ২ মার্চ ২০১৬

balikaএকের পর এক শিশু হত্যা ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সরকার নতুন আইনের কথা ভবছে বলে জানিয়েছে নারি ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার রাজধানির মহাখালির ব্রাক সেন্টারে বালিকা প্রকল্পের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাল্যবিয়ে প্রতিরোধসহ নারীর ক্ষমতায় ও বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেয়া হয় বালিকা প্রকল্পে। প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিয়ে অনেক কমে এলেও এখনো তা শূণ্যে নামিয়ে আনা সম্ভব হয় নি। সরকার কোন ভাবেই মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮’র নিচে নামাবে না বলে আবারও নিশ্চিত করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি