ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাজধানীর মন্দিরগুলোতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চলছে মহালয়ার উৎসব

প্রকাশিত : ১১:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

শুভ মহালয়ার মধ্য দিয়ে সুচনা হলো দেবী পক্ষের। মুলত এর মধ্য দিয়েই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপুজার। রাজধানীর মন্দিরগুলোতে চন্ডিপাঠ, পুজা অর্চনা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চলছে মহালয়ার উৎসব। দেশ, জাতি আর স্বজনদের মঙ্গল  কামনায় দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। মহালয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে দেবি দূর্গার আগমনী বার্তা ধ্বনিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই দিন দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূত হন। হিন্দু ধর্মমতে, মহালয়ায় দেব-দেবীরা দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। শঙ্খের মঙ্গল ধ্বনি আর মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ লগ্নে মন্দিরে মন্দিরে আবাহন অসুর নাশিনী দেবী দুর্গার। পৃথিবীর সবকিছুতেই মাতৃরৃপে, শক্তিরুপে মহামায়ারূপে, আবির্ভুত হতে চন্ডিপাঠ আর স্ত্রোত সংগীতে দেবীকে আহ্বান জানান ভক্তরা। বনানী মাঠে মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ অন্যান্য মন্দিরে ভোররাত থেকেই শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবী দুর্গা এবারে মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায় চড়ে। ভক্তদের বিশ্বাস এবারের দূর্গার আগমন শুভ হবে না পৃথিবীর জন্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি