ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একটি মাত্র লঞ্চ কোম্পানির কাছে জিম্মি ভোলা আর নোয়াখালীর মানুষ

প্রকাশিত : ১৪:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এক যুগেরও বেশি সময় ধরে একটি মাত্র লঞ্চ কোম্পানির কাছে জিম্মি ভোলার বিভিন্ন উপজেলা আর নোয়াখালীর হাতিয়া-নিঝুম দ্বীপের মানুষ। এক ব্যক্তির একটি মাত্র লঞ্চ চলায় নিত্য ভোগান্তির শিকার তাঁরা। এসব নৌরুটে  নতুন লঞ্চের দাবিতে ভোলা-নোয়াখালীর সচেতন জনগন।  শুক্রবার প্রেস ক্লাবে মানববন্ধন করে এই নৌপথে একক আধিপত্যের অবসানের দাবি জানান তারা। ভোলার বেতুয়া, শ্যামরাজবাজার, মির্জাকালু, মাস্টারহাট কিংবা নোয়াখালীর হাতিয়া, জাহাজমারা ঘাটে একক আধিপত্য আগরপুর নেভিগেশনের মালিকানাধীন লঞ্চের। গেল এক যুগ ধরে পানামা, এমভি টিপু কিংবা ফারহান নামে উপকূল জুড়ে লঞ্চ চালাচ্ছেন প্রতিষ্টনটি। একক আধিপত্যের কারণেই দুর্ভোগের শিকার উপকূলের লাখো জনগন। নিত্যকার যাতায়াত যন্ত্রনা থেকে মুক্তি ও নতুন লঞ্চের দাবিতে জাতীয় প্রেক ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভূক্তভোগীরা। কৃষিপ্রধান বোরহানউদ্দিন, হাকিমুদ্দিন, দৌলতখান, লালমোহন, মনপুরা ও ব্যবসাবান্ধব হাতিয়া আর সৌন্দর্যমন্ডিত নিঝুম দ্বীপের শত-শত জনগণ যোগ দেন এই কর্মসূচিতে। এক ব্যক্তির একচেটিয়া ব্যবসা ও অত্যাচার বন্ধ করে নতুন লঞ্চ চালাতে সরকারের হস্তক্ষেপ দাবি জানায় তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি